শেয়ার করুন বন্ধুর সাথে

সুইচ সকেট বাতি এগুলো বোড এর মাঝে সুন্দর করে সাজাবেন এর পর আপনি লক্ষ্য করবেন যে সুইচ সকেট বাতির এগুলোর দুটি অংশ রয়েছে যেমন উপরের ও নিচের অংশ । শক্ত তার এর মধ্যে থেকে বের হয় যা দেখতে গুন এর মত। আর এই জিনিসটা নিচের অংশে দিয়ে লাট গুলো লাগিয়ে নিন ।সাধারনত কারন্ট এর দুটি তার থাকে একটা লাল ও কালা। লাল তারটা লাট এর যে কোন এক পাশে লাগান যার ভেতর থাকবে বিদুৎ। আর কালা তারটা যা আরথিন নামে পরিচিত যা আপনার সুইচ এর জন্য আনা কালা তার এক সাথে পেছিয়ে নিন এবং পেছানো এর থেকে বাতি সকেট সংযোগ দিতে হবে (বোড এর বাতি থাকলে ) {মনে রাখবেন সুইচ এর সাথে কালা তার লাগানো দরকার নেই } সুইচ এর উপরের অংশে আপনি সুইচটি যার জন্য লাগাবেন তার লাল তারটি লাট দিয়ে লাগাবেন। এভাবে কাজ করলে আপনার বোড বানাতে পারবেন আশা করি। আসল কথা হল দেখে কাজ করলে কাজ টা নির্ভুল হয় তারপরে ও আমি আপনাকে বোঝাতে চেষ্ট করেছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ