Facebook এ কত তথ্য রাখা যায়?কিভাবে ?এগুলো হারিয়ে যায় না কেন?
Share with your friends
Unknown

Call

ফেসবুকের সুবিশাল ডাটা সেন্টার রয়েছে। প্রতিনিয়ত এর পরিধি বাড়ছে এবং আরও নতুন নতুন ডাটা সেন্টার স্থাপিত হচ্ছে। তাদের সার্ভার স্পেস সবসময়ই প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি থাকে, তাই এর সীমাবদ্ধতা কখনোই সৃষ্টি হয়না।

যেহেতু তাদের ডাটা সেন্টার ক্রমবর্ধমান তাই এর জন্য সঠিক কোনো পরিমাণ বলা কঠিন (ফেসবুক এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনা)। একটি সূত্রমতে ফেসবুকের মাত্র একটি Hadoop Cluster প্রায় ১০০ পিটাবাইট ডাটা ধারণ করতে সক্ষম। 

প্রতিদিন তাদের সার্ভারে ৬০০+ টেরাবাইট ডাটা যুক্ত হচ্ছে।

Talk Doctor Online in Bissoy App