শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণ নিয়মে আপনি পয়েন্টে কাজ করতে চাইলে (১)গুণ করার জন্যে সংখ্যা দুইটি প্রথমে গুণ করে নিতে হবে। তারপর ঐ দুইটির পয়েন্টের পর যতটিকরে সংখ্যা আছে তার যোগ করে ঐ গুণফলটির ডানদিক থেকে তত ঘর পর পয়েন্ট বসাতে হবে। (২) ঐ সংখ্যাটিকে পয়েন্টের জন্য ১ এবং পয়েন্টের পর যতটি অংক থাকে ঠিক ততটি শূণ দিয়ে ভাগ করতে হয়। যেমন ৫৪.৮৬=(৫৪৮৬/১০০)। তারপর গুণ ভাগ করতে হবে। ৫৪.৮৬*৪৬.৩৫=(৫৪৮৬/১০০)*(৪৬৩৫/১০০)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ