আমি Samsung j7 2016 ব্যবহার করছি। হঠাৎ মোবাইল টি আপডেট চেয়েছিল। তাই আমি মোবাইল টি আপডেটও দিয়েছি। কিন্তু আপডেট দেওয়ার পর মোবাইলের সব কিছু বদলে গিয়েছে। এই নতুন সেটিংটি ব্যবহার করে আমি কোন সুবিধা পাচ্ছি না। অস্বস্থিবোধ করছি। আমি কি কোন ভাবে আমার আগের ভারসন বা আগের মত সেটিং ফিরিয়ে আনতে পারব। মোবাইলটি কেনার সময় সেটিংটি যেরকম ছিল, সেরকম করব কিভাবে। কেউ জেনে থাকলে বলুন কিভাবে কি করতে হবে.....?
Share with your friends
Call

আপডেট দেওয়া হয়ে গেলে মোবাইল আর আগের মত করার কোন উপায় নাই ।

Talk Doctor Online in Bissoy App

আপনি সেটিংস্ এ গিয়ে ফ্যাক্টরি ডাটা রিসেট দেন তাহলে সমস্ত তথ্য মুছে যাবে।।আর হঁ্যা ফোন মেমোরি তে কিছু থাকলে তা মেমোরি তে নিযে আসেন। অ্যাপ গুলো অ্যাপ বাক আপ সফ্টওয়ার দিয়ে ব্যাক আপ নিন।।আর ম্যাসেজ ও ডিলেট হয়ে যাবে।।নিজে না পারলে অন্য কে দিয়ে করান।।রিসেটের সময় ডাটা অফ রাখবেন।।তাহলে সেট পুনরায় আগের মতো হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
OVIsekBD

Call

আপনি samsung কেয়ারে জান।।।গিয়ে ওদের বল্লেই আগের মত করে দিবে।।।আমি নিজেই এই রকম সমস্যাতে পরেছিলাম।।।

Talk Doctor Online in Bissoy App
আপনি একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে পারেন ফোন কে back date করে নিলে  আগের মত হয়ে যাবে। এর জন্য আপনার একটা computer বা  laptop লাগবে।
 ফোনের Driver,
  Odin নামক Software
  আর আপনার ফোনের Stock Room বা Frameware
প্রথমে Odin Download করে নিন -->>
 http://samsung-updates.com/Odin307.zip [Direct Download]

এবার আপনার ফোনের নাম model লিখে  Google এ সার্চ দিয়ে Frameware টা নামিয়ে নিন। 
প্রথমে আপনার ফোনটি অফ করে নিন, Than অন করার সময় Vol Down+Home+Power বাটনে ধরতে হবে, যার ফলে ফোন Downloading Mode এ অন হবে। 
Odin ওপেন করুন। আর আপনার ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন ।
এবার PDA তে ক্লিক করুন-
PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে।
 আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা
সিলেক্ট করুন।
এবং Open এ ক্লিক করুন।
এবার লক্ষ করুন, PDA তে MD5 ফাইলটা লোড দেয়ার পর কিছু সময় লাগবে।
এবার "Start" এ ক্লিক করুন।
দেখুন আবার লোডিং শুরু হয়েছে-

আর অন্য দিকে ফোনে ও Downloading হচ্ছে, মানে Load হচ্ছে-
ফোনে এ রকম একটা লোডিং হয়ে ফোনটি Restart হবে।
অপেক্ষা করুন, সবশেষে কত সময় লাগল তার হিসাব সমেত "Pass" লেখা উঠবে-
  আপনার সমস্যা  সমাধান হবে।
 অবশ্য নিজ দায়িত্বে করবেন।
Talk Doctor Online in Bissoy App
Call

এটা ঠিক করার জন্য ফোন ফ্লাস করতে হবে।এছাড়া কোন উপায় নেই।পিসি থাকলে আপনি নিজেই ঠিক করতে পারবেন।গুগলে আপনার ফোনের মডেল লিখে সার্চ দিয়ে অরিজিনাল স্টক ফার্মওয়ার ডাউনলোড করে পিসির মাধ্যমে ফ্লাস করতে পারবেন। এছাড়াও কাস্টমার কেয়ার থেকে ফ্লাস করে আনতে পারেন।তবে তারা ফার্মওয়ার অনুযায়ী টাকা নিবে।

Talk Doctor Online in Bissoy App