আমার বর্তমান ফলোয়ার ৩৬ জন। আমাকে ৩ জন ফ্রেন্ড রিকুইস্ট পাঠানোর পর ফলোয়ার সংখ্যা ৩৯ জন । এমন সময় আমি একসেপ্ট করলেও ফলোয়ার কমে যায়। আবার জিলিট করলেও কমে যায়। এখন আমি কিভাবে ফেসবুকে follower বাড়াব........?
Share with your friends
Atiquzzaman

Call

ফেসবুকে আপনি ADD ME দিয়ে সার্চ দিন। ফলাফলকৃত পেজগুলোতে লাইক দিন। এবং ঐসব পেজের স্ট্যাটাসগুলোর জাস্ট নাউতে লাইক দিন এবং কমেন্টে লিখুন add me তাহলে আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট বাড়তে থাকবে। ফলে ফলোয়ারও বাড়বে। আপনি প্রশ্নে উল্লেখ করেছেন রিকুয়েস্ট ডিলিট করলে ফলোয়ার কমে যায়। যদিও আপনার এটা মনে হয় তা সত্য নয়। কারণ ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলিট বা ঝুলিয়ে রাখলে আপনার ফলোয়ার হয়ে যাবে।।

Talk Doctor Online in Bissoy App

ফেছবুকে আপনার বয়স ১৮+ করে দিন। তাহলে রিকয়েস্ট ডিলিট করে দিলেও ফলোয়ার হযে থাকবে।

Talk Doctor Online in Bissoy App