শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যদি হ্যাক হওয়া আইডিতে নাম্বার/ইমেল এড করা থাকে,হ্যাকার যদি নাস্বার/ইমেল রিমুভ করে দেয়, তাঁহলে আইডি ফেরৎ পাবেন না।  আর হ্যাকাররা হ্যাক করার পর এড করা নাম্বার/ইমেল রাখবে না রিমুভ করে দিবে। এই মুহূর্তে ফেসবুকে   Forget এ গিয়ে দেখতে পারবেন,আপনার  এড করা নাম্বার/ইমেল আছে কি না,যদি থাকে তাঁহলেই পাবেন।যদি নাম্বার/ইমেল না থাকে তাঁহলে আইডির আশা ছেড়ে দিয়ে পরবর্তিতে একটা অ্যাকাউন্ট খুলে সতর্কতা অবলম্বন করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ