জাতীয় পরিচয় পত্রে নাম, বাবার নামের পদবি, মায়ের নামের পদবি সংশোধন করতে হবে, এক্ষেতে নিয়ম কানুন যা দেখলাম তা মোটামুটি অসম্ভব, এক্ষেত্রে  সহজে কিভাবে কি করা যায় একটু জানাবেনা প্লিজ


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনাৱ জাতীয় পৱিচয় পত্র সংসোধন করতে হলে আপনাকে যেতে হবে আগাৱগাওয়েৱ NID অফিসে, সেখানে সংসোধন করতে পাৱেন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঢাকাতে কিছু দিন আগে আগাঁরগায়ে ইসলামী ফাউন্ডেশনের ভবনে কাজ করত ৷ এখন নতুন নির্বাচন অফিসে করে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সরাসরি ঢাকা আগারগাওয়ে আসবেন, সেখান

থেকে একটা নতুন nid উঠানোর ফরম নিবেন।

সেটি ফিলাপ করে একটু পাশেই সোঁনালী ব্যাংকে

গিয়ে ৭৫০/- টাকা জমা দিবেন। তারপরে ব্যাংকড্রপয়ের

কপি ও nid পুরনকৃত কপি nid অফিসে জমা দিবেন।

সকাল ১০ টার মধ্যে জমা দিলে পাবেন দুপির ২ টায়,

আর ১০ টার পরে জমা দিলে পাবেন বিকাল ৪ টার পরে।

(বিঃদ্রঃ-   ঢাকাতে কিছু দিন আগে আগাঁরগায়ে ইসলামী ফাউন্ডেশনের ভবনে কাজ করত ৷ এখন নতুন নির্বাচন অফিসে করে ৷ দালারের খপ্পরে পরবেন না প্লিজ, নিজের কাজ নিজেই

করুন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অনলাইনে সংশোধনের আবেদন করেন, ফরম ফিলাপ হয়ে গেলে pdf ফাইল দিবে, ওটা ডাউনলোড করে প্রিন্ট করে জরুরি কাগজপত্র সাথে নিয়ে নির্বাচন অফিস বা উপজেলায় অথবা ইউনিয়নে যোগাযোগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ