remixinfo

Call

১. প্রথমে Control Panel –এ প্রবেশ করুণ,

 ২. Control Panel থেকে Folder Options –্এ প্রবেশ করুন,

৩. Folder Options -এর View Tab এ ক্লিক করুণ,

৪. এখন Advanced Settings: থেকে Show hidden files, folders, and drives সিলেক্ট করে দিন,

৫. সব শেষে Click Apply এবং Click OK. করুণ,

৬. যে ড্রাইভে File বা Folder হিডেন করা সেখানে গিয়ে দেখুন ফাইল বা ফোল্ডার Show করেছে।

image image 

Talk Doctor Online in Bissoy App
Akhlid

Call

আপনি স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, তারপর সেখান থেকে এপিয়ারেন্স এন্ড পার্সোনালাইজেশন এ যাবেন, সেখান থেকে ফোল্ডার অপশনে যাবেন--> তারপর ভিউ অপশনে যেয়ে- Show Hidden Files and Folder ক্লিক করে নিচের সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে

Talk Doctor Online in Bissoy App