অনেক ভাবে কম্পিউটার রিস্টার্ট করা যায়। মাউসর মাধ্যমে start থেকে turn off/restart -এ ক্লিক করে রিস্টার্ট করা যায়। কিবোডের্র মাধ্যমে windows বোতাম চেপে u চাপুন। তারপর r চাপতে হবে। (windows key+u+r) । নির্দেশ বা কমান্ডের মাধ্যমে start থেকে run /shut down -r-t2 লিখে এন্টার দিতে হবে। অর্থ্যাৎ run এ গিয়ে রান এ shut down লিখে -r-t এরপর আপনার পছন্দমত সময় দিয়ে এন্টার পিসি বন্ধ বা রিস্টার্ট করা য়ায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ