shalahin

Call

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চাঁদ সূর্য থেকে অনেক ছোট, এটা সবারই জানা। কিন্তু দেখা যায় যে, সূর্য-গ্রহণের সময় এ ছোট চাঁদই সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। সূর্য থেকে আকারে ছোট হয়েও এটা কিভাবে সম্ভব? তাহলে কি ধরে নিতে হবে সূর্য চাঁদের চেয়ে অনেক বড় হলেও আকাশে দেখতে চাঁদ ও সূর্য উভয়ই একই আকারের হয়ে যায়। হ্যাঁ, প্রকৃতপক্ষে ব্যাপারটা ঐ রকমই এবং নিতান্তই একটি আকস্মিক ঘটনা। বাস্তবে, সূর্যের ব্যাস চাঁদের চেয়ে ৩৭৫ গুণ বড় কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্বও চাঁদের চেয়ে প্রায় ৩৭৫ গুণ বেশি। যার ফলে, পৃথিবী থেকে দেখলে চাঁদ এবং সূর্যের কৌণিক দূরত্ব ও ব্যাস সমান দেখায়। তাই, পৃথিবী থেকে এই দুই মহাজাগতিক বস্তুর আকার প্রায় সমান দেখায়, যা একেবারেই কাকতালীয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ