শেয়ার করুন বন্ধুর সাথে
Call

:ডাটাবেজ ব্যাকআপ:
আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের সিপ্যানেলে প্রবেশ করুন ঠিক এই ভাবে:

http://yoursite.com/cpanel

এখানে ঢোকার পর আপনার কাছে ইউজারনেম এবং পাসওয়ার্ড চাইবে ঠিক এই রকম:

01

এখানে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে GO বাটনে ক্লিক করুন। তাহলে এই রকম আসবে:

1

এখান থেকে Phpmyadmin ক্লিক করবেন। তাহলে আপনার ডাটাবেজ দেখাবে ঠিক এই রকম:

2

এখান থেকে আপনি যে ডাটাবেজটির ব্যাকআপ নিবেন সেটি সিলেক্ট করবেন। তাহলে সেই ডাটাবেজ এর আওতাধীন সমস্ত টেবিল গুলো দেখাবে ঠিক এই রকম:

3

এখান থেকে আপনি Check All ক্লিক করে টেবিল গুলো সিলেক্ট করে নিবেন এবং তার পর Export এ ক্লিক করবেন। তাহলে ঠিক এই রকম এটা ইন্টারফেস আসবে:

4

এখান থেকে প্রথমে Quick-display only the minimal option রেডিও বাটন টি মার্ক করবেন এবং তার পর Format ড্রপডাউন মেনু থেকে SQL সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন। তাহলে একটা পপ-আপ মেনু আসবে ঠিক এই রকম:

5

এখানে Save File রেডিও বাটন মার্ক করে OK ক্লিক করুন। তাহলে আপনার ডাটাবেজ ডাউনলোড শুরু হবে যেটা .sql ফরম্যাটে থাকবে। এটাকে আপনি ডেস্কটপে রাখুন।

আপনার ডাটাবেজ ব্যাকআপ শেষ এখন চলুন ফাইলগুলো ব্যাকআপ করার দিকে নজর দেই:

:ফাইল ব্যাকআপ:
আপনার সিপ্যানেলে ইউজারনেম এবং পাসওয়ার্ডদিয়ে প্রবেশ করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস পবেন:

11

এখান থেকে File Manager ক্লিক করুন। তাহলে এই রকম দেখতে পাবেন:

6

এখানে আপনার সব ফাইল রক্ষিত আছে। এখন এই ফাইলগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সিলেক্টকৃত যেকোন স্থানে মাউনের রাইট বাটন ক্লিক করে Compress সিলেক্ট করুন ঠিক এই ভাবে:

7

এর পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে:

8

এখান থেকে কমপ্রেসের ফরম্যাট .zip এবং ফাইলের নাম সিলেক্ট করে Compress File(s) ক্লিক করুন। তাহলে আপনার সমস্ত ফাইল কমপ্রেস হওয়া শুরু হবে ঠিক এই রকম:

9

কিছুক্ষণ পর আপনার সমস্ত ফাইল কমপ্রেস হয়ে যাবে ঠিক এই রকম:

10

এখান থেকে ফাইলটি সিলেক্ট করে উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইল টা ডাউনলোড করে নিবেন।
এখন ডাউনলোডকৃত পূর্বের ফাইল এবং এবারের ফাইলটি এক সাথে করে কমপ্রেস করুন এবং নিরাপদ ড্রাইভে সংরক্ষন করে মনের আনন্দে ঘুরে বোড়ান। কারণ এখন কোন হ্যাকার আপনার চুলও ছিড়তে পাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ