Share with your friends
Call

Html ট্যাগ হচ্ছে একধরনের কিওয়ার্ড বা ট্যাগের নাম যা দুটি বাকা ব্র্যাকেটের ( <>এবং </>) মাঝে থাকে। Html ট্যাগ সাধারনত এক জোড়ায় লিখতে হয়। যেমনঃ<p> এবং </p> একটি জোড়ার প্রথমটি হচ্ছে স্টার্ট ট্যাগ এবং শেষের ট্যাগটি হচ্ছে এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগ বা শেষের ট্যাগটি শুরুর ট্যাগের মতোই হবে কিন্তু এর আগে একটি স্ল্যাশ (‘/’) দিতে হবে। 

উদাহরনঃ <tag name> content </tagname>

Talk Doctor Online in Bissoy App