HTML ব্যাবহার করে কিভাবে ওয়েবপেজ তৈরি করা যায়? আমি একটি ওয়েবপেজ বানাতে চাই কিন্তু কিভাবে হবে তা পারতেছি না! প্লীজ! উত্তরটা দিবেন সবাই
Share with your friends
LADEN

Call

HTML হল একটি markup language।  এটির মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারবেন।আপনার যদি HTML সম্বন্ধে ধারনা থাকে তাহলে আপনি  www. wapka. mobi তে গিয়ে একাউন্ট খুলতে পারেন।ওখানে HTML এর সাহায্যে খুব সহজেই website  তৈরি করতে পারবেন।এছাড়া আপনি যদি কোডিং এ ভুল করেন,তাহলে তারা আপনার ভুল ধরিয়া দিবে।

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

HTML মানে হলো hypertext markup language. অর্থাৎ এটি দিয়ে আপনি একটা ওয়েবপেজ তৈরি করতে পারবেন। কিন্তু HTML দিয়ে তা ডিজাইন করতে পারবেন না। তার জন্য আপনাকে CSS(cosecade style sheet) জানা থাকা লাগবে। তার পর আপনি Notepade++ সফটওয়্যার দিয়ে HTML এর সাহায্যে ওয়েবপেজ তৈরি করতে পারবেন। এবং হোস্টিং কিনে আপনার তৈরিকৃত ওয়েবপেজ টি আপলোড দেওয়ার মাধ্যমে তা সবার সামনে তথা ইন্টারনেটে প্রকাশ করতে পারেন। ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App