Share with your friends
Call

গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ হলো মাসিক বা ঋতুস্রাব বন্ধ হওয়া। প্রতিমাসের একটি নির্দিষ্ট সময়ে নারীদের সময়কাল হয়ে থাকে (সাধারণত ২৮ থেকে ৩২ দিন পর পর)। সেক্ষেত্রে, খেয়াল রাখুন আপনার সময়কাল ঠিক সময়ে হচ্ছে কিনা। যদি ২৮-৩২ দিন পর সময়কাল না হয়, তাহলে হয়তো আপনি গর্ভধারণ করেছেন।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

প্রেগন্যান্সি লক্ষন গুলো হলো।

  • মাথা ব্যথা,মাথা ঘোড়া।
  • শারীরিক দুর্বলতায়,
  • শারীরের তাপমাত্রা উঠানামা করা।
  • খাবারে অরুচি।
  • বমি ভাব বা প্রচুর বমি হওয়া।
  • তলপেটে প্রচন্ড ব্যথা বা চিন চিন ব্যথা করা।
  • মেজাজ ভালো না থাকা।
  • ঘন ঘন প্রস্রাব আশা।
  • পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য হওয়া।
  • স্তনে ব্যথা ও নিপলে ব্যথা হতে পারে।

উক্ত লক্ষন গুলো সবার ক্ষেত্রে এক সাথে সকল উপসর্গ দেখা দিবে না। আসতে আসতে প্রভাব ফেলবে যা প্রেগন্যান্সির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ও ৩/৪/৫/৬ সপ্তাহ পর্যন্ত উক্ত উপসর্গ গুলো কখনো বেশি প্রভাব ফেলবে আবার কখনো কম।এভাবে প্রেগন্যান্সির ৩ মাস পর্যন্ত থাকতে পারে তবে এক সময় কমে যাবে যা ২ + মাস হলেই লক্ষন গুলো কমতে থাকবে

Talk Doctor Online in Bissoy App