Share with your friends

আপনার হয়তো বেবি জরায়ুতে ছিল না৷ তাই রক্তপাত কম হয়েছে৷ কেননা  একটোপিক প্রেগন্যানসির ক্ষেত্রে এমএমকিট খেলে কাজ হয় না৷ হয়তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে৷  তাই আগে আলট্রাসনোগ্রাফি করে দেখুন৷ আলট্রাসনোগ্রাফি করে দেখলে বুঝতে পারবেন বাচ্চা কোথায় আছে বা কতটুকু অংশ ভিতরে আছে৷ তারপর কোন গাইনি চিকিৎসকের সাথে কথা বলুন৷ গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রিপোর্ট দেখে সিদ্ধান্ত দিবেন আপনাকে আবার এমএমকিট খেতে হবে নাকি ডিঅ্যান্ডসি করাতে হবে৷ এছাড়া কোন  কিছু বলা সম্ভব নয়৷ আশা করি বুঝতে  পেরেছেন৷ ধন্যবাদ৷ 

Talk Doctor Online in Bissoy App