আসলে এভাবে বারবার ঘন ঘন এমএমকিট খাওয়া ঠিক নয়৷ এতে করে এমন একটা সময় আসবে যখন আর চাইলেও বাচ্চা কনসেপ্ট করবে না৷ তাই প্রয়োজনে অন্য পদ্ধতি ব্যবহার করুন৷ কিন্তু বারবার এমএমকিট খেয়ে বাচ্চা নষ্ট করবেন না৷  পেট ফুলে গেছে মানে আবার বেবি কনসেপ্ট করেছে এমন নয়৷ বেবি নষ্ট করার পর জরায়ু পূর্বের অবস্থায় ফিরে আসতে কিছুদিন সময় লাগতে পারে তাই মাসিক চালু হয় না৷ এটা মনে রাখতে হবে৷ তবে যদি আপনাদের মনে কোন সন্দেহ হয় তাহলে সরাসরি আলট্রাসনোগ্রাফি করে দেখতে পারেন৷ এটাই এখন করণীয় কাজ৷ তাছাড়া অন্য কিছু পরামর্শ নেই৷ ধন্যবাদ৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ