শেয়ার করুন বন্ধুর সাথে

ইন্টারনেট ব্যবহারের সুফল: ইন্টারনেটের মাধ্যমে আমরা নানারকম সুযোগ-সুবিধা পাই ।যেমনঃ ১. নিউজ গ্রুপ একটি ” তথ্য” বা “সংবাদ” প্রদানকারী সংস্থা। এর মাধ্যমে দেশ ও বিদেশের প্রতিদিনের খবর ঘরে বসেই অনায়াসেই জানা যায়। ২. লেখাপড়া এবং গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয় যথার্থ বই। বিশেষ করে গবেষণাধর্মী বইয়ের ক্ষেত্রে অনেককে বিদেশ থেকে বই কোন না কোন মাধমে আনতে হয় বা বিদেশ যেতে হয়। ইন্টারনেট প্রযুক্তির ফলে , কম্পিউটারের Key Board – এ চাপ দিয়ে বিশ্বের যে কোনো লাইব্রেরির বই পড়া যায় বা রেফেরেঞ্চে জানা যায়। ৩. Web browser- এর Commerce option- টির মাধ্যমে বিভিন্ন দ্রব্যের কেনাকাটার অর্ডার দেওয়া যায় বা নেয়া যায় । এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের ব্যবসায় বাণিজ্য সম্পর্কিত যেকোনো লেনদেন সম্পন্ন করা যায়। ইন্টারনেট ব্যবহারের কুফল: ইন্টারনেট ব্যবহারের ভালোর সাথে সাথে খারাপ দিকও রয়েছে, যা সকলের জন্য বর্জনীয় । বিশেষ করে কিশোর ও যুবকদের জন্য অবশই বর্জনীয় । খারাপ দিকগুলো হলোঃ – ১ । ইন্টারনেটকে মানুষ কাজে লাগিয়ে নানা ধরনের ক্রাইম করে যাচ্ছে , যা দিন দিন বেরেই চলছে । ২। ইন্টারনেটের মাধ্যমে, মানুষ নানা রকম মিথ্যা কথা এবং গুজব ছড়াচ্ছে । ৩। মানুষকে ধোঁকা দেওয়া ও প্রতারণা করা হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমেই। ৪। ইন্টারনেটের মাধ্যমে যুবক যুবতীরা বিভিন্ন ভাবে পর্নোগ্রাফির চিত্র আদান-প্রদানের মাধ্যমে নিজেকে অশ্লীল ও খারাপ কাজে জরাচ্ছে । ৫। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ইন্টারনেটে বসে লেখাপড়া ছেরে দিয়ে বিভিন্ন রকমের গেইমস ডাউনলোড করে খেলসে ও সময় অপচয় করছে। ৬। খারাপ ও সন্ত্রাসী সকল কর্মকাণ্ডে জঙ্গিরা ইন্টারনেট এর মাধ্যমে অপহরণ,গুম,খুন,হুমকি ইত্যাদি ঘটনা সংঘটিত করছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ