গর্ভবতী যখন হয়ে গেছে তখন চিন্তার কিছু নেই৷ বাচ্চা নষ্ট না করে নিয়ে নেন৷  আর ডিসেম্বরে যেদিন প্রথম মাসিক হয়েছিল সেদিন থেকে গণনা করেন তাহলে নিজেই বের করতে পারবেন কত দিনের গর্ভ ৷ তবে প্রায় চার মাস তো হয়ে গেছে৷ চার মাস হয়ে  গেল গর্ভ নষ্ট করা বেআইনি৷ সেটাতে কোন ঔষধ কাজ করবে না৷ এমন কি অপারেশন করাটাও গর্ভবতী নারীর জন্য ঝুকিপূর্ণ ৷ তাই কোন ডাক্তার এই রিস্ক নিবেনা৷  তাই বাচ্চা নষ্ট না করে সেটাকে পৃথিবীর আলো  দেখার সুযোগ করে দিন৷ কোন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বাচ্চার সুস্থতার জন্য পরামর্শ নিন৷ গর্ভের চেকাপ করান, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন খাওয়ান৷ ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ