শেয়ার করুন বন্ধুর সাথে

আল্লাহ তায়ালা ৫ ওয়াক্ত নামাজ ফরয করেছেন।যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো তাহলে এই ইমানকে বাহ্যিক কার্যাবলি দ্বারা প্রকাশ করতে হবে আর এর ফলেই পরিপূর্ন মুসলিম হতে পারবে। যে নামাজ পড়ে না সে মুসলমান নয় তবে আল্লাহকে আন্তরিক বিশ্বাসের দ্বারা মুমিন হতে পারে।আল্লাহ তায়ালা সূরা আলে ইমরানের ১০২ নাম্বর আয়াতে বলেছেন হে মুমিনগণ , তোমারা আমাকে পরিপূর্ন ভাবে ভয় কর এবং মুসলিম না হয়ে মরো না।অতএব যদি মুসলিম হতে চাও তবে আল্লাহর প্রতি ইমান আনার পর নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে , রমজান মাসে রোজা রাখতে হবে , সামর্থ থাকলে হজ্ব , যাকাত আদায় করতে হবে ।নামাজ পড়া আর না পড়াটা এটা একান্তই নিজের ব্যাপার শয়তান আপনাকে ধোকা দিবেই আর আপনি যদি বলেন নামাজ পড়তে আলসেমি লাগে মন চায় না তাহলে বোঝলেন শয়তান আপনাকে তার পথে নিতে পেরেছে।আর যদি স্বীয় নফসের সাথে জিহাদ করে আলসেমিকে দুরে ফেলে দিয়ে আল্লাহকে রাজি করতে পারেন তাহলে আপনার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে। জিহাদ তিন প্রকার এর মাঝে নিজের নফসের সাথে জিহাদকে আল্লাহ তায়ালা সবচেয়ে বড় জিহাদ বলেছেন।অতএব মনের সাথে জিহাদ করতে হবে।তাহলেই আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন পরিপূর্ন ভাবে।আস্সালামু আলাইকুম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ