শেয়ার করুন বন্ধুর সাথে

ইউটিউব এখন তাদের নীতিমালা অনেক পরিবর্তন করেছে।জানুয়ারীর ১৬ তারিখে ইউটিউব একটি ঘোষণা দেয়।ঘোষনাটির কিছু অংশ Starting today we’re changing the eligibility requirement for monetization to 4,000 hours of watchtime within the past 12 months and 1,000 subscribers. অথঃ আজ থেকে শুরু করে আমরা গত 1২ মাসের মধ্যে 4,000 ঘণ্টার ওয়াচটাইম এবং 1,000 সদস্যের নগদীকরণের জন্য যোগ্যতার প্রয়োজন পরিবর্তন করছি। অর্থাত ইউটিউবেরর ভিডিও মনিটাইজ করতে হলে আপনার ৪০০০ ওয়াচ টাইম থাকতে হবে এবং সাথে ১ হাজার সাবস্ক্রাইভার হতে হবে। এবং তাও একবছরের মধ্যে। তাই এটি নতুন ইউটিউবারদের জন্য দুঃখজনক বটে। তবে ধৈর্য্য ধরে লেগে থাকলে সফলতা আসবে।আপনি যদি ভালো এবং হাই কোয়ালিটি কনটেন্ট তৈরি করেন তাহলে ৪০০০ ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইভার আসতে বেশিদিন লাগবেনা। তাই আপনি যদি ভালো মানের কনটেন্ট তৈরি করেন,এবং ভিডিওগুলিকে ভালো মতো SEO করান তবে খুব অল্প সময়ের মধ্যে আপনি ভিডিও মনিটাইজেশন চালু করতে পারবেন।তাই নতুন ইউটিউবারদের মন খারাপ করার কিছু নেয়। বরং এতে আজেবাজে কনটেন্ট ইউটিউব থেকে কমে যাবে।এবং যারা ভালো কনটেন্ট তৈরি করছে তারাই লাভবান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইউটিউব এখন তাদের নীতিমালা অনেক পরিবর্তন করেছে।জানুয়ারীর ১৬ তারিখে ইউটিউব একটি ঘোষণা দেয়।ঘোষনাটির কিছু অংশ Starting today we’re changing the eligibility requirement for monetization to 4,000 hours of watchtime within the past 12 months and 1,000 subscribers. অর্থাত ইউটিউবেরর ভিডিও মনিটাইজ করতে হলে আপনার ৪০০০ ওয়াচ টাইম থাকতে হবে এবং সাথে ১ হাজার সাবস্ক্রাইভার হতে হবে।এবং তাও একবছরের মধ্যে।তাই এটি নতুন ইউটিউবারদের জন্য দুঃখজনক বটে।তবে ধৈর্য্য ধরে লেগে থাকলে সফলতা আসবে।আপনি যদি ভালো এবং হাই কোয়ালিটি কনটেন্ট তৈরি করেন তাহলে ৪০০০ ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইভার আসতে বেশিদিন লাগবেনা।তাই আপনি যদি ভালো মানের কনটেন্ট তৈরি করেন,এবং ভিডিওগুলিকে ভালো মতো SEO করান তবে খুব অল্প সময়ের মধ্যে আপনি ভিডিও মনিটাইজেশন চালু করতে পারবেন।তাই নতুন ইউটিউবারদের মন খারাপ করার কিছু নেয়।বরং এতে আজেবাজে কনটেন্ট ইউটিউব থেকে কমে যাবে।এবং যারা ভালো কনটেন্ট তৈরি করছে তারাই লাভবান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ