শেয়ার করুন বন্ধুর সাথে

স্পেস শাটল হচ্ছে একাধিকবার ব্যবহার উপযোগী বিশেষ ধরনের মহাকাশযান। এর সাহায্যে মানুষ ও যন্ত্রপাতি পৃথিবী থেকে মহাকাশে বায়ুমণ্ডলের বাইরে পরিবহন করা যায়। স্পেস শাটল ব্যবহার করেই পৃথিবীর বাইরের কক্ষপথে হাবল টেলিস্কোপের মতো যন্ত্র অথবা কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করা হয়েছে।  শাটলের হাত-পা : সাধারণত স্পেস শাটলে তিনটি অংশ থাকে-  অর্বিটার (কেন্দ্রীয় অংশ, যেখানে পাইলট বসেন), অতিরিক্ত জ্বালানি ট্যাংক (অর্বিটারের সঙ্গে জুড়ে দেওয়া), দুটি সলিড রকেট বুস্টার (অতিরিক্ত ট্যাংকের দুই পাশে লাগানো)। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ