শেয়ার করুন বন্ধুর সাথে

নাক বন্ধ হয়ে যাওয়ার সাথে যুক্ত নীচে দেওয়া উপসর্গগুলি আপনি অনুভব করতে পারেন: নিশ্বাস নিতে অসুবিধা বা শ্বাসকষ্ট। নাকে শ্বাস রোধকারী অনুভূতি। চোখ ও নাক দিয়ে জল পড়া। স্বাদ ও গন্ধের অনুভূতি কমে আসা। ঘুমাতে অসুবিধা। কখনও কখনও বা বিরলভাবে, আপনি কিছু উপসর্গ অনুভব করতে পারেন, যেমন: নাকে যন্ত্রণা এবং রক্ত পড়া। শ্লেষ্মাযুক্ত রক্তপাত হওয়া। নাকের ভিতর শক্ত আবরণের সৃষ্টি। প্রচুর লালা নির্গত হওয়া। নিশ্বাস নেওয়া বা ত্যাগ করার সময় সাঁ সাঁ শব্দ। মাথাব্যথা। খাবার গিলতে অসুবিধা। এই বিরল উপসর্গগুলি সাইনুসাইটিস বা সাইনাসের প্রদাহ ও এজমা বা হাঁপানি রোগের মত অন্যান্য কারণের সাথে যুক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ