নেসাল পলিপের লক্ষণগুলি হল: আটকানো বা ভরা নাক (আরও পড়ুন: নেসাল কনজেশনের চিকিৎসা)। সর্দি। হাঁচি গন্ধ শোকার ক্ষমতা হারিয়ে যাওয়া। স্বাদ হারিয়ে যাওয়া। যদি আপনার সাইনাসের সংক্রমণ থাকে তাহলে আপনার মাথাব্যথা হতে পারে। সাইনাস এবং উপরের দাঁতের কাছে ব্যথা এবং চাপের অনুভুতি হওয়া। নাক থেকে রক্ত পড়া। নাক ডাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ