অধিকাংশ ক্ষেত্রে, 15-40 বছর বয়সের পর্যায়ে থাকা মানুষদের আইবিডি নির্ণয় করা হয়। উপসর্গগুলি প্রত্যেক মানুষের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কিছু উপসর্গ নীচে উল্লেখ করা হল: ব্যথা বা পেটে মোচড়। ওজন কমে যাওয়া। ক্লান্তি। রক্ত এবং পূঁয সমেত বা ছাড়া, বারবার ডায়রিয়া হওয়া। মলত্যাগ করার জন্য প্রচন্ড তাড়াহুড়ো করা। রোগের সক্রিয় পর্যায়ের সময় জ্বর হওয়া। যদি আইবিডি স্থায়ী হয়, তবে উপসর্গগুলি প্রদাহের মাত্রা ওপর নির্ভর করে আসে ও যায়। যখন জ্বালা তীব্র হয়, তখন রোগটা সক্রিয় পর্যায়ে থাকে, এবং যখন জ্বালা কমে যায়, তখন রোগটা মৃদু উপসর্গগুলির সাথে উপশম হচ্ছে বলে বিবেচনা করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ