ক্যান্ডিডাল ইনফেকশনের লক্ষণগুলো শরীরের কোন অংশে হয়েছে তার উপর নির্ভর করে। সব ধরনের ক্যান্ডিডিয়াসিসে যে সাধারণ লক্ষণগুলো দেখা যায় তা নিচে তালিকাভুক্ত করা হল- চুলের গ্রন্থিকোষে সংক্রমণ যা ব্রণর মত দেখায় লাল ভাব, চুলকানি ত্বকের বিজগিরি বা র‍্যাশ যৌনাঙ্গ স্থানে, মুখে, স্তনের নিচে, চামড়ার ভাঁজে এবং শরীরের অন্য জায়গায় র‍্যাশ হওয়া, নির্ভর করে কোন অংশটি সংক্রমিত হয়েছে তার ওপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ