শেয়ার করুন বন্ধুর সাথে

সার্ভার হলো একপ্রকার শক্তিশালী কম্পিউটার যার কাজ হলো ক্লায়েন্টকে বিভিন্ন সেবা বা সার্ভিস দান করা। তাই ভালোভাবে বলতে গেলে সার্ভার হল একটি কম্পিউটারের মধ্যে অবস্থিত প্রোগ্রাম যার কাজ হল পৃথিবীর অন্য কম্পিউটারগুলোকে তাদের রিকোয়েস্টের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য প্রদান করা। সার্ভারের কাজঃ মনে করুন,একটি কম্পিউটারে ইন্টারনেট কানেকশান আছে। তাতে এমন একটি সফটওয়্যার ইন্সটল করা আছে যার নাম ওয়েব সার্ভার। এই সফটওয়্যারের কাজ হল প্রয়োজনীয় ওয়েব পেজ,যা তাকে সরবরাহ করা হয় তা তার মধ্যে জমা রাখা অর্থাৎ ওয়েব পেজ সেভ করে রাখা। পৃথিবীতে নেট কানেক্টেড থাকা অন্যান্য কম্পিউটারের মধ্যে কিছু কম্পিউটারের ব্রাউজার থেকে সার্ভার সফটওয়্যার ইন্সটল করা কম্পিউটারে রিকোয়েস্ট আসলো তাদের কে যেনো কোন অমুক ওয়েব সাইটের তমুক পেজটি দেখতে দেয়া হয়। ব্রাউজার যে পেজটি দেখতে চায়,এই রিকোয়েস্টটি পাঠানোর সময় সে পেইজের ওয়েব এড্রেস বা URL এড্রেসও সার্ভার সফটওয়্যার যুক্ত কম্পিউটারে পাঠায়। তখন সার্ভার যুক্ত কম্পিউটারের সার্ভার সফটওয়্যারটি ওই রিকোয়েস্ট চেক করে এবং সেই রিকোয়েস্টে উল্লেখ করা URL address বিশিষ্ট পেজ তার সংগ্রহে আছে কিনা তা চেক করে। যদি ওয়েবপেইজটি পাওয়া যায় তবে ঐ ওয়েবপেইজটিকে এইচটিএমলে ডকুমেন্ট আকারে আবার সেই ব্রাউজারবিশিষ্ট পিসিতে প্রেরন করে যে পিসির ব্রাউজার তাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। আর ব্রাউজার এই ডকুমেন্টের এইচটিএমএল কন্টেন্টগুলোকে প্রসেস করে পেইজ আকারে স্ক্রীনে প্রদর্শন করে। আর পেইজ যদি না থাকে, তবে “page not found” অথবা “page unavailable” এধরনের নোটিশ পাঠায়। উল্লেখ্য যে সকল পিসি থেকে রিকোয়েস্ট আসে তাদের বলা হয় ক্লায়েন্ট পিসি।মূলত এটিই হল সার্ভার এর কাজ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ