জীববিঞ্জানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিঞ্জান বলে। জীববিঞ্জানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ আলোচনা করা হয় তাকে ফলিত জীববিঞ্জান বলে। এদের মধ্যে পার্থক্য ভৌত জীববিঞ্জানে জীবের দেহের অভ্যন্তরীন বিষয় আলোচিত।ফলিত জীববিঞ্জানে জীবনের জন্য প্রয়োজনীয় প্রয়োগকৃত দিক আলোচিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ