আইবিএম (IBM) এর পূর্ণরূপ  আইবিএম (IBM) এর পূর্ণরূপ আইবিএম এর পূর্ণরূপ হচ্ছে,International Business Machines Corporation । আই বি এম হচ্ছে, যুক্তরাষ্টের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি। ১৯১১ সালে IBM প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্টের নিউইযর্ক অঙ্গরাজ্যের আর্মংক Armonk নামক স্থানে অবস্থিত। আই বি এম হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রস্তত ও বিক্রয় করে থাকে। IBM যুক্তরাষ্ট্রের অন্য যেকোন প্রযুক্তি প্রতিষ্ঠানের চেয়ে আইবিএম বেশি সংখ্যক প্যাটেন্টের অধিকারী। IBM বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে এটিএম, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক উল্লেখযোগ্য।    

Talk Doctor Online in Bissoy App