Share with your friends

ভিআইআর (VIR) এর পূর্ণ নাম Vulcanized India Rubber। গন্ধক মিশ্রিত রাবারের দৃঢ়তা বাড়ানাের প্রক্রিয়াকে Vulcanizing বলে। রাবারের সাথে খনিজ পদার্থ যেমন- গন্ধক, দস্তা, লিড (রেড) ইত্যাদি মিশিয়ে VIR তৈরি করা হয়। ইনসুলেশন হিসেবে VIR বেশ ভালাে। কারণ এটি বাতাস হতে আর্দ্রতা শােষণ করে না অন্যদিকে জল নিরােধকও বটে। তবে এর একটা অসুবিধাও আছে, তা হলাে ইনসুলেশনে মেশানাে গন্ধক তামার সাথে বিক্রিয়া করে। সে কারণে কপার পরিবাহীর উপর টিনের প্রলেপ দেওয়া হয়। এই ক্যাবলে সাধারণত একটি মাত্র কোর থাকে। কোরটি সলিড বা স্ট্রান্ডেড তারের হতে পারে। আগে তামার উপর টিনের প্রলেপ দেওয়া তার ব্যবহৃত হতাে, কিন্তু এখন অ্যালুমিনিয়ামের তার ব্যবহৃত হয়। ক্যাবলের ভিআইআর ইনসুলেশনের উপর মােম মিশ্রিত সুতাের বুনানাে কাপড়ের আবরণ দেওয়া হয়। এ তার ২৫০/ ৪০০ ভােল্ট এবং ৬৫০/১১০০ ভােল্টের জন্য ব্যবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App