শেয়ার করুন বন্ধুর সাথে

সিটিএস (CTS)-এর পূর্ণ নাম ক্যাব টায়ার শিথেড (Cab Tyre Sheathed) আর TRS এর পূর্ণ নাম টাফ রাবার শিথেড (Tough Rubber Sheathed)। টিনের প্রলেপযুক্ত তামা বা অ্যালুমিনিয়াম তারের উপর ভিআইআর ইনসুলেশন দিয়ে তার উপর নিরাপত্তামূলক দুর্ভেদ্য ও কঠিন রাবারের অবরণ দেওয়া থাকে। এই আবরণ গাড়ির চাকার টায়ারের মতাে শক্ত বলে এর নাম হয়েছে ‘ক্যাব টায়ার শিথেড’। আর বহিরাবরণ শক্ত রাবারের বলে এর নাম হয়েছে = ‘টাফ রাবার শিথেড’। এই ক্যাবল সাধারণত ২৫০/৪০০ ভোল্টেজ উপযােগী করে তৈরি করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ