শেয়ার করুন বন্ধুর সাথে

বারি গমের বৈশিষ্ট্যঃ ৪-৫ টি কুশি বিশিষ্ট গাছের উচ্চতা ৯৫-১০০ সেন্টিমিটার। শীষ বের হতে ৫৫-৬০ দিন সময় লাগে এবং জীবনকাল ১০২-১০৮ দিন । শীষ মাঝারী এবং প্রতি শীষে দানার সংখ্যা ৪৫-৫০টি। দানার রং সাদা, চকচকে ও আকারে বড় (হাজার দানার ওজন ৪৩-৪৮ গ্রাম)। উপযুক্ত পরিবেশে হেক্টরপ্রতি ফলন ৪০০০-৫৫০০ কেজি। জাতটি তাপ সহিষ্ণু হওয়ায় দেরীতে বপনের জন্য উপযোগী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ