শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাংলাদেশে ফ্রি এসএমএস করার সাইট এবং আরো ২টি ফ্রি আইপি কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট এবং আম্বার আইটি থাকলেও alaap app নতুন কিছু সুবিধা যুক্ত করেছে। আলাপ অ্যাপ এর সবচেয়ে বড় সুবিধা হলো নাম্বার ডিস্ট্রিবিউশন সিস্টেম। সবার জন্য কমন ০৯৬৯৬ এবং আপনি যে নাম্বার দিয়ে alaap app ID খুলবেন সেই নাম্বারের লাস্ট ৬ ডিজিট দিয়ে আলাপ নাম্বার তৈরি হবে। যদি কারো মোবাইল নাম্বারের লাস্ট ৬ ডিজিট হয় ১২৩৪৫৬, তবে তার আলাপ নাম্বার হবে ০৯৬৯৬১২৩৪৫৬, সুন্দর নাহ? নাম্বারটি মনে রাখা কিংবা কাউকে জানানোর জন্যও বেশ সহজ। অন্যদিকে ব্রিলিয়ান্ট অ্যাপে এমন নাম্বার নেওয়ার জন্য টাকা খরচ করতে হয়। দ্বিতীয় সুবিধা: যদি আপনার আলাপ অ্যাপ ইনস্টল করা না থাকে, তবুও আপনি আমার আলাপ নাম্বার ডায়াল করে কল করতে পারবেন। alaap app এর তৃতীয় সুবিধা কল ফরওয়ার্ড সিস্টেম। অর্থাৎ কোনো আলাপ অ্যাপস ব্যবহারকারী যদি আপনার আলাপ অ্যাপ নাম্বারে কল দিয়ে না পায়, তবে আপনার মোবাইল নাম্বারে কল চলে যাবে। অর্থাৎ কল মিস হবার কোনো সুযোগ নেই। যাদের মোবাইলে ১টি মাত্র সিম এবং বাংলাদেশে ইন্টারনেট সিম সুবিধা না থাকায় মন খারাপ করেছিলেন, তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে আলাপ আইপি কলিং অ্যাপ। আলাপ অ্যাপের আরো কিছু সুবিধা: যেকোনো কল অটো রেকর্ড করা যায় অডিও, ভিডিও কল করার সুবিধা আলাপ অ্যাপ গ্রুপ চ্যাট, কল এবং কনফারেন্স কল করার সুবিধা কেউ অফলাইনে থাকলে প্রয়োজনে অডিও কিংবা ভিডিও বার্তা পাঠানো যায় লোকেশন শেয়ারিং ফিচার এছাড়াও আপনার পছন্দের ক্যাটেগরিতে অ্যাপসের ভিতরে থেকেই নিউজ পড়ার সুবিধাও রয়েছে আলাপ এপসটিতে। আলাপ অ্যাপস এর অুসবিধা যেহেতু নতুন কলিং অ্যাপ, তাই এখনি অসুবিধা বলা হয়তো ঠিক হবেনা। alaap apk ভার্সন মোটামুটি ঠিক থাকলেও আইফোন ভার্সনে অ্যাপসটি মাঝে মাঝে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে। এছাড়াও রেজিস্ট্রেশন করার সময় যে পিন ভেরিফিকেশন বার্তা পাঠানো হয়, সেটি মেসেজ এর মাধ্যমে আসছেনা, তবে কল রিসিভ করে কোড নেওয়া যাচ্ছে। আলাপ অ্যাপ কল রেট আলাপ এপস টু ল্যান্ডফোন – ৩০ পয়সা/মি. আলাপ অ্যাপ টু মোবাইল নাম্বার – ৩০ পয়সা/মি. alaap app to alaap app – ফ্রি ৩০ পয়সার সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে, সব মিলিয়ে ৩৫ পয়সা খরচ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ