সাধারণত কথা কমই বলি, যখন বন্ধ-বান্ধব, ছোট -বড় ভাইদের সামনে কথা বলি, এত কথা বলি বাচালের মত। এর বাচাল থেকে মুক্তির উপায় কি? যারা উত্তর দিবেন,  আশা করব! সেটা যুক্তি সংগত হবে? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Anik321

Call
  1. হাসি ঠাট্টা কম করবেন 
  2. যুক্তিসঙ্গত কথা বলার চেস্টা করবেন
  3. অহেতুক বিসয়ের উপর কথা বলবেন নাহ
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামের দিক থেকেও কথা কম বলা খুবই গুরুত্বপূর্ন কেননা আল্লাহ তালা বলেছেন আমি তাকেই হেফাযত করব যে কিনা তার জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাযত করবে এর জন্য আশরাফ আলী থানবী রঃ বলেছেন যখন আপনি কথা বলতে যাবেন তখন চিন্তা করবেন কথাটি বল্লে আপনার গুনা না নেক হবে গুনাহ হলে বলবেন না আর কোনটিই না হলেও অযথা বলার প্রয়োজন নেয় তাছাড়াও আপনি একটু একা একা বেশী চলতে পারেন শপথ করতে পারেন আমি অপ্রয়োজনে একটি কথাও বলবনা এভাবে আপনি কথা কম বলতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ