আমি চুলকানিতে ভুগছি। গত কয়েকমাস ধরে আমার,গলা,চেহারা আর মাথায় প্রচুর চুলকানি হচ্ছে। এইটা এলার্জি কিনা আমি বুঝতে পারছিনা,যখন চুলকানি হয় তখন এলার্জির একটা টেবলেট খাই কিন্তু কাজ হয়না। তবে চুলকানিটা শুধুই গলায় যেখানে দাড়ি আছে দাড়ির খোচায় চুলকানি শুরু হয় আর চেহারাতেও প্রচুর চুলকায় পুরো চেহারা মাথায় ও গলায় ঘামাচির মতো হয়ে আছে। আমি এলার্জির জন্য হোমিওপ্যাথি ঔষধ সেবন করেছি কিন্তু কাজ হয়নাই। কোনো ভাবেই কমাতে পারছিনা,বিজ্ঞ কেউ থাকলে প্লিজ এর সমাধান দিবেন।

এর জন্য আমি কি করতে পারি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

চুলকানি  এলার্জির কারনেও হতে পারে

বা জাীবানু সংক্রমন দারা ও হয়।তাই ডাক্তারের পরামর্শ নিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ