Share with your friends
Dr. Shoyeb

Call
  • সিরাপ : ১ বছরের কম: ১ চা চামচ, দিনে ১ থেকে ২ বার।
  • ১-১৬ বছর : ২ চা চামচ, দিনে ১ থেকে ৩ বার।
  • ১৬ বছরের বেশী : ২ চা চামচ, দিনে ২ থেকে ৩ বার।
  • ট্যাবলেট : প্রাপ্ত বয়স্ক ও ৩০ কেজি উর্ধ্বের শিশুদের ক্ষেত্রে ১-২ ট্যাবলেট দিনে ২-৩ বার।

 

 

টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ এবং জিংক একসাথে গ্রহণ করলে টেট্রাসাইক্লিন এর গ্যাস্ট্রোইন্টেসটিনাল শােষণ এবং সিরাম লেভেল কমে যেতে পারে। নিয়াসিন এবং এইচএমজি-কোএ রিডাকটেজ ইনহিবিটর (যেমন: লােভাসটাটিন) একই সাথে গ্রহণ করলে মায়ােপ্যাথী এবং র্যাবড়ােমায়ালাইসিস হতে পারে। পাইরিডক্সিন পেরিফেরাল মেটাবলিজম বাড়ানাের মাধ্যমে লেভােডােপার কার্যকারিতা কমিয়ে দেয়। পাইরিডক্সিন এবং ফেনিটইন একত্রে গ্রহণ করলে ফেনিটইন এর সিরাম লেভেল কমে যেতে পারে। 

ভিটা ফ্লাওয়ার জেড সিরাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ভিটা ফ্লাওয়ার জেড সিরাপ

Talk Doctor Online in Bissoy App