Share with your friends
Dr. Shoyeb

Call
  • ডায়রিয়া চিকিৎসায় : ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিংক সেবন করা উচিত। 
  • ২ থেকে ৬ মাসে শিশু : দৈনিক ১০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
  • ৬ মাস থেকে ৫ বছরের শিশু : দৈনিক ২০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন। 

অন্যান্য নির্দেশনায় :

  • শিশুদের ক্ষেত্রে অনুমােদিত মাত্রা হচ্ছে দৈনিক ২-২.৫ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে। 
  • ১০ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে: ১০ মি.গ্রা. জিংক দৈনিক ২ বার। 
  • ১০ কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত শিশুদের জন্য : ২০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার। প্রাপ্ত বয়স্ক এবং ৩০ কেজি-এর উর্ধ্বে শিশুদের জন্য : ৪০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার।

Dispersible Tablet-

  • Place the tablet in a teaspoon
  • Add adequate amount of water
  • Let the tablet dissolve completely
  • Give the entire spoonful solution

 

একত্রে টেট্রাসাইক্লিন এর সাথে প্রদান করলে জিংক, টেট্রাসাইক্লিন এর বিশােষনে বাধা দেয়। উভয়ের প্রদানের সময়ের মধ্যে নুন্যতম তিন ঘন্টা বিরতি দিতে হবে। 

সিরাপ জিঙ্ক ২০০ সিরাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে সিরাপ জিঙ্ক ২০০ সিরাপ

Talk Doctor Online in Bissoy App