শেয়ার করুন বন্ধুর সাথে
Dr. Shoyeb

Call
  • রােগীর প্রয়ােজনীয়তা অনুযায়ী বিসোপ্রোলল এর মাত্রা নির্ধারণ করতে হবে। 
  • সাধারণত শুরুতে বিসোপ্রোলল ৫ মি.গ্রা. দিনে একবার ব্যবহার্য । 
  • কিছু রােগীদের ক্ষেত্রে বিসোপ্রোলল ২.৫ মি.গ্রা.  দিয়ে শুরু করা যথাযথ। 
  • যাদের ক্ষেত্র ৫ মি.গ্রা.  দিয়ে যথাযথ ফল পাওয়া যায় না, তাদেরকে মাত্রা বাড়িয়ে দিনে বিসােপ্রল ১০ মি.গ্রা. অথবা প্রয়ােজনে ২০ মি.গ্রা. পর্যন্ত প্রয়ােগ করা যেতে পারে। 

বৃক্ক ও যকৃতের অকার্যকারিতা আছে এমন রােগীর ক্ষেত্রে ব্যবহার: যাদের যকৃত ও বৃক্কের (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৪০ মি.লি./মিনিট এর চেয়ে কম) অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে শুরুতে ২.৫ মি.গ্রা. দিয়ে শুরু করা উচিত এবং সতর্কতার সাথে মাত্রা নির্ধারণ করা উচিত। 

  • ডায়ালাইসিস এর ক্ষেত্রে এই ওষুধের পরিবর্তনের দরকার নেই, কারণ বিসোপ্রোলল ডায়ালাইজিবল নয়। 
  • বয়স্ক রােগীদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্কদের ক্ষেত্রে মাত্রা পরিবর্তনের প্রয়ােজন নেই, যদি বৃক্ক অথবা যকৃতের কোন অকার্যকারিতা থাকে। 
  • শিশুদের ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই। 

 

পেডিয়াট্রিক রোগীরা: বিসোপ্রোলের সাথে কোনও পেডিয়াট্রিকের অভিজ্ঞতা নেই।    

জেরিয়াট্রিক রোগী: প্রবীণদের মধ্যে ডোজটি সামঞ্জস্য করার প্রয়োজন হয় না, যদি না সেখানে উল্লেখযোগ্য রেনাল বা হেপাটিক কর্মহীনতা থাকে।    

রেনাল বৈকল্য: ইজিএফআর যদি 20 মিলি / মিনিট / 1.73 এম 2 এর চেয়ে কম (দৈনিক 10 মিলিগ্রাম) কম হয় তবে ডোজ হ্রাস করুন।    

হেপাটিক প্রতিবন্ধকতা: গুরুতর প্রতিবন্ধকতায় প্রতিদিন হেপাটাইটিস বা সিরোসিসে সর্বোচ্চ 10 মিলিগ্রাম।

 

বিসোরেন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে বিসোরেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ