শেয়ার করুন বন্ধুর সাথে
Dr. Shoyeb

Call
  • প্রাপ্তবয়স্ক : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি ১২ ঘন্টা অন্তর অন্তর ২৫০ মি.গ্রা. ৭ দিন পর্যন্ত। তীব্র সংক্রমণের ক্ষেত্রে প্রতি ১২ ঘন্টা অন্তর অন্তর ৫০০ মি.গ্রা. ১৪ দিন পর্যন্ত। 
  • হেলিকোব্যাকটার পাইলােরি নির্মূলের চিকিৎসায় ক্ল্যারিসিন ৫০০ মি.গ্রা. দিনে ৩ বার, এর সাথে ওমেপ্রাজল ৪০ মি.গ্রা. দিনে ১ বার প্রথম দিন পরবর্তীতে ওমেপ্রাজল ২০ মি.গ্রা. প্রতি দিন ১ বার দুই সপ্তাহ পর্যন্ত। 
  • শিশু : ১ থেকে ২ বৎসর : ২৫০ মি.গ্রা. ট্যাবলেট এর ১, (৬২.৫ মি.গ্রা.) দিনে দুইবার। ৩ থেকে ১০ বৎসর : ২৫০ মি.গ্রা. ট্যাবলেট এর ১/, (১২৫ মি.গ্রা.) দিনে দুইবার। 
  • ১০ বৎসরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে : ১ টি ট্যাবলেট (২৫০ মি.গ্রা.) দিনে দুইবার । অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। 

এটি খাবারের সাথে বা ছাড়াও দেওয়া যেতে পারে।চিকিত্সার স্বাভাবিক সময়কাল 6 থেকে 14 দিন।12 বছরের বেশি বয়সী শিশু: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে।ডুডোনাল আলসারযুক্ত রোগীদের মধ্যে এইচ পাইলরি নির্মূল: প্রাপ্তবয়স্কদের: চিকিত্সার স্বাভাবিক সময়কাল 6 থেকে 14 দিন

ক্লেরিথ্রোমাইসিন নিয়নেটস এবং শিশুদের উপযুক্ত মাত্রায় ব্যবহার করা যেতে পারে।

ক্লা মাইসিন পাউডার ফর সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ক্লা মাইসিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ