শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সবাত শ্বসনের দুটি পর্যায় গ্লাইকোলাইসিস ও  ক্রেবস-চক্র পরস্পর সম্পর্কিত । কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসের ফলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় । এই পাইরুভিক অ্যাসিড থেকে CO2 অপসারিত হয়ে ও কো-এনজাইম A (CO - A) যুক্ত হয়ে অ্যাসিটাইল কো-এ উৎপন্ন করে । অ্যাসিটাইল কো-এ মাইটোকনড্রিয়ার মধ্যে প্রবেশ করে ক্রেবস-চক্র সূচনা করে । সুতরাং গ্লাইকোলাইসিস ও ক্রেবস-চক্র পরস্পর সম্পর্কিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ