Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

না, ছেলে হোক বা মেয়ে হোক না কেন বগলের লোম উফরে ফেলা বা টেনে তুলা যাবে না। নিয়ম হলো সেফ করা বা ক্রিম ইউস করে পরিস্কার করা। কেনো না বগল বা গোপনাঙ্গের লোম খুবেই ঘন ও মোটা হয় যা মুখের দাড়ির চুলের মত আর আপনি যদি দাড়ি টেনে তুলেন তাহলে দেখবেন চামরা উটে আসার চেস্টা করবে কেনোনা ত্বক খুবেই পাতলা।

ঠিক তেমনি গোপনাঙ্গ বা বগলের লোম মোটা হয় যা গায়ের পশমের মত না সুতারং যখন আপনি টেনে তুলতে যাবেন তখন লোম কুপ থেকে রক্ত আসবে ও ত্বকের চাকরা উঠে আসতে পারে, ফলে ব্যথা,রক্তপাত সহ ঘা হতে পারে।

আপনাকে একটা বাস্ত দৃষ্টান্ত দেই।কিছুদিন আগে এক রুগি সে তার গোপনাঙ্গের লোম টেনে তুলেছিলো ফলে সেই লোম কুপ থেকে রক্ত ও ব্যথ্যায় ফলে যায়, যা এক সময় ঘা ও পুজ আশে যা মারাত্মক পর্যায়ে পরে,পরে আমি প্রেসক্রিপশন করে দিলাম কারন সে ডাক্তারের কাছে লজ্জ্বায় যেতে পারতেছে না।

সুতারং আপনাকে বলবো বগলের লোম বা অবাঞ্চিত লোম সেফ করবেন বা ক্রিম ইউস করবেন। ওই ভুল কখনোই করবেন না।আপনি অবাঞ্চিত লোম বলেন আর যেই লোম বলেন না কেন সে সব উফরে ফেললে সেখানে ঘা হতে পারে কিন্তু আবার লোম উঠবে না উক্ত স্থান হতে।

আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ