আপনি জানেন কি?

"১টি কয়েল=১৩৭ টি সিগারেট"

বদ্ধঘরে টানা "৮ ঘণ্টা" জ্বালিয়ে রাখলে সামান্য একটি মশার কয়েলের ধোঁয়া "১৩৭টি" সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। তা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে। এছাড়া কয়েলে জড়িয়ে থাকা গুঁড়া এতটাই সূক্ষ্ম যে, তা সহজেই শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে। এক সময় তা ব্রেন ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধির কারণ হয়ে উঠতে পারে। এছাড়া কয়েলের ধোঁয়া চোখের ভীষণ ক্ষতি করে, দীর্ঘদিন ব্যবহারে তা নষ্টও হয়ে যেতে পারে।

কয়েক ব্যাবহারে সতর্ক হোন। 


শেয়ার করুন বন্ধুর সাথে