বাংলা ২য়


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা :
পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ।

১/ পুংলিঙ্গ : যা দ্বারা শুধু পুরুষ জাতি বোঝায়।
যেমন : বাবা, দাদা, ছেলে, কিশোর ইত্যাদি।

২/ স্ত্রী লিঙ্গ : যা দ্বারা শুধু স্ত্রী জাতীয় শব্দ বুঝায়।
যেমন : মা, বোন, নানি, দাদি ইত্যাদি।

৩/ উভয়লিঙ্গ : যা দ্বারা স্ত্রী - পুরিষ উভয় জাতিকেই বোঝায়।
যেমন: কবি, পাখি, শিশু, সন্তান ইত্যাদি।

৪/ যা দ্বারা পুরুষ বা স্ত্রী কোনোটিকেই বোঝায় না।
যেমন : বই, ফুল, টেবিল, পর্বত ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লিঙ্গ ৪ প্রকার।  যথা: ১। পুংলিঙ্গ (বাবা, চাচা, ভাই, খোকা, পাগল, বামন, ইত্যাদি)) 

২। স্ত্রীলিঙ্গ ( মা, চাচী, বোন, ভাবি, পাগলী, বামনী, ইত্যাদি ) 

৩। উভলিঙ্গ  (শিশু, ডাক্তার, কবি, মানু,, প্রভৃতি ) 

৪।ক্লীবলিঙ্গ ( চেয়ার, টেবিল, পাথর, বই, ইত্যাদি) । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ