Share with your friends
Jamiar

Call

এটি মুলত মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘাত জনিত রোগ সমূহ : যেমন- ক) মস্তিষ্কের রক্তবাহী নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ সমূহ;

খ) মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গ সমূহ; 

গ) স্ট্রোক পরবর্তী উপসর্গ সমূহ; 

ঘ) মাইগ্রেন। 

ঙ) পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘাত জনিত অসুবিধা সমূহ : যেমন- রক্তনালীর সংকোচন ও রক্ত সরবরাহের প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট উপসর্গ সমূহ : যেমন গ্যাংগ্রিন পূর্ববর্তী অবস্থায়, রাত্রিকালীন খিঁচুনি, হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত ও ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গসমূহ ক্ষেত্রে ব্যবহিত হয়।


Talk Doctor Online in Bissoy App