সবচেয়ে বেশি আপন হয়। নাকি সেও নিজের স্বার্থে আমার ঘরে আসে?  


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উত্তর টি কোন দিক দিয়ে দিবো বুঝতে পারছি না। তবে চেষ্টা করবো সুন্দর ভাবে আমার লেখা উপস্থাপন করার জন্য। বিয়ে সেটা তো সৃষ্টিকর্তার বিধান তিনি নিয়ম করে দিয়েছেন বিয়ে করতে হবে এবং এটা ফরজ। বিয়ের পর বউ অনেক টা আপন হয় তবে বাবা,মায়ের ব্যাপার টা আলাদা। এক জন অচেনা অজানা লোকের সাথে দিনের পর দিন এক ছাদের নিচে থাকতে হয়। তাঁর সুখ দুঃখের সময় পাশে থেকে তাঁকে সাহায্য করতে হয়। তাঁর আস্থার খুঁটি হয়ে থাকতে হয়। বউ এমন এক জিনিস যার মাধ্যমে জীবন বদলে যেতে পারে। তবে সবই আল্লাহ্ তালার দান। আমার মতে বউ কোন স্বার্থ নিয়ে নয় বরং আল্লাহ্ তালার নির্দেশ মেনে আপনার ঘরে আসে। আপনাকে সুখী করতে। আপনার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে। একটু চিন্তা করে দেখুন তোঃ একটি মেয়ে ০-১৮/২০ বছর পর্যন্ত তাঁর বাবা,মায়ের বাড়িতে থাকে।কত মায়ার আর ভালোবাসা নিয়ে থাকে সে সেখানে। কিন্ত বিয়ের পর শুধু মাত্র আপনাকে ভরসা করে নিজের বাবা,মাকে ছেড়ে আপনার হাত ধরে আপনার বাড়িতে চলে আসে। আপনাকে খুশি রাখার জন্য,আপনার ভালো মন্দ দেখভাল করার জন্য। (তাহলে কিভাবে সে নিজের স্বার্থের জন্য আপনার ঘরে আসে.?? তাঁর স্বার্থ টা কি?) নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। ভাই মেয়েরা এমন এক প্রাণী যাদের নিজেদের কোন বাড়ী নাই"বিয়ের আগে বাবার বাড়ি থাকতে হয়( অস্থায়ী) বিয়ের পর শশুর বাড়ি থাকতে হয় (এটাও অস্থায়ী) ২ বাড়ির একটি বাড়িকেও তাঁরা নিজের বাড়ি বলে দাবি করতে পারে না। "বিয়ের পর কোন মেয়ের তাঁর নিজের স্বার্থের জন্য আপনার ঘরে যায় বা যাবে না"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ