Share with your friends
FoyEz00

Call

জিপ কোড  হল ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস (USPS) কর্তৃক ব্যবহৃত পোস্টাল কোড । ৫ সংখ্যা বিশিষ্ট এ কোড ১৯৬৩ সালে প্রবর্তিত হয় এবং ১৯৮৩ সালে ZIP+4 রূপে একে সম্প্রসারণ করা হয়। এর পূর্ণ রূপ হল Zone Improvement Plan .কোন একটি দেশে যতগুলো পোস্টঅফিস রয়েছে সেগুলোর প্রতিটির একটি পরিচিতি নাম্বার হচ্ছে এই পোস্টাল কোড বা জিপ কোড। মূলত চিঠি প্রয়োজন অনুসারে সাজানোর জন্য কিছু অক্ষর বা অঙ্কের ক্রম ব্যবহৃত হয় যা ডাকঘরের ঠিকানার সাথে যোগ করা হয়।১৯৪১ সালে জার্মানিতে পোস্ট কোডের প্রচলন হয়।

IM= Instant Message

Talk Doctor Online in Bissoy App