আপনার সমস্যাটা পুরোপুরি ক্লিয়ার না। তবে যেটুকু বুঝা যাচ্ছে তাতে আপনার কিছু তথ্য ভুল রয়েছে। তারা আপনাকে ৮০ নয় বরং ৮ দিয়ে ভাগ করতে বলেছেন। ভাগফলে দেখা যাচ্ছে আপনি ৮ দিয়ে ভাগ করেছেন।

আপনাকে তারা নেটের যে স্পিড দিয়েছে তা হচ্ছে 1Mbps। অর্থাৎ 1 mega bit per second। আমরা জানি আট বিট এ এক বাইট। অর্থাৎ সেটাকে MBps (mega byte per second) এ রূপান্তর করতে হলে আট দ্বারা ভাগ করতে হবে। তখন উত্তর হবে 0.128 MBps বা 128 KBps। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন বিটের বি ছোট হাতের আর বাইটের বি বড় হাতের। আপনার প্রশ্নের B টা ছোট হাতের বি হবে। সেটাকে বড় হাতের বি অর্থাৎ বাইটে রূপান্তর করতে ৮ দ্বারা ভাগ করতে হয়।

Talk Doctor Online in Bissoy App