Waruf

Call

উইন্ডোজ ১০  এর কিছু ভার্সন এ ঝামেলা আছে, লো কনফিগার পিসিতে এই ধরনের ঝামেলা করে। তাই অন্য আরেকটি ভার্সন ইন্সটল করুন ঠিক হয়ে যাবে। অন্যদিকে আপনার পিসির কনফিগার কি তা বলেননি, প্রসেসরের ফ্রিকোয়েন্সি কম হলে এই অসুবিধা হয়। 

আর যদি আগে ঠিক ছিল, শুধু এখন এমন হচ্ছে এরকম হলে প্রথমেই পিসি খুলে হার্ড ড্রাইভ র‍্যাম এগুলো খুলে আবার লাগান। যদি ঠিক না হয় তবে দুটো সমস্যা। এক, হার্ড ড্রাইভে ভাইরাস আছে যা সিস্টেমে ছড়াচ্ছে, অথবা দুই হার্ড ড্রাইভের সেক্টর সমস্যার জন্য উইন্ডোজ ভালভাবে সফটওয়্যার ইনিশিয়াল করতে পারেনা।

অন্যদিকে অস্বীকৃতি মূলক একটি ঘটনা আছে তা হচ্ছে উইন্ডোজ জেনুইন না হলে নেট কানেক্ট করলেই একটি বাজে আপডেট করে স্লো করে দেয়। কোম্পানি এটি স্বীকার করেনা কিন্তু ঘটনা সত্য। কিছুদিন পূর্বে এই ঘটনার জন্য এপলকে জরিমানা করা হয়েছিল। যদিও তা আইফোন স্লো করে দেয়ার ক্ষেত্রে। সেখানে বিচারের এক পর্যায়ে এপল ডাইরেক্ট স্বীকার না করে কৌশলে বলেছিল সিকিউরিটি রক্ষার জন্য পুরানা ফোন গুলো স্লো করা হয়েছিল। 

Talk Doctor Online in Bissoy App