Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার ল্যাপটপের প্রসেসর কেমন তা জানান নি ।তবে র‍্যাম ও হার্ডিক্স যথেষ্ট আছে ।তবে আপনি আপনার ল্যাপটপ কে ফ্রি করতে চাইলে নিউ করে ইউন্ডোজ দিতে পারেন। অথবা আপনি আপনার ল্যাপটপের উইন্ডোজটি আপটেড দিন এবং Restart দিন। আসা করি ল্যাপটপ ফ্রি হবে। এছাড়াও পাশাপাশি আপনার   C ড্রাইভ টি ক্লিন করবেন এতেও ফ্রি হবে ল্যাপটপ । এছাড়াও একটি বিষয় খেয়াল রাখবেন তা হলো আপনি অযথা সফটওয়ার রান করে রাখবেন না। যে যে সফটওয়ারের কাজ করবেন সেগুলো রান করে রাখবেন। 

এছাড়াও ভালো হয় আপনি আপনার ল্যাপটপে একটি ssd লাগিয়ে নিন। দেখবেন ল্যাপটপ অন হতে খুব কম সেকেন্ট নিবে ও ফ্রি হবে এবং দ্রুত কাজ  করবে।   আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে  জানাবেন বা  আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।

Talk Doctor Online in Bissoy App