শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

কি এবং কী এর মধ্যকার পার্থক্য হলঃ প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিশদ বিবরণ দ্বারা দিতে হয়, তাহলে এমন বাক্যে 'কী' দীর্ঘ ঈ-কার হবে। যেমনঃ তুমি কী দিয়ে ভাত খেয়েছ? আর যদি প্রশ্নের উত্তর দিতে বিশদ বিবরণের প্রয়োজন হয় না বরং 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেওয়া যায়, তাহলে এ ক্ষেত্রে 'কি' হ্রস ই-কার দিয়ে লিখতে হবে। যেমনঃ তোমরা কি লেখালেখি কর? কোন এক কবি তার একটি বাক্যের মধ্যে 'কি' এবং 'কী' এর পার্থক্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেনঃ "ওদের মধ্যে কী নিয়ে আলাপ হলো, কি আলাপ একেবারেই হলো না, তা তো আমি জানি নে"... এছাড়া বিস্ময়সূচক বাক্যে কিংবা হর্ষ বিষাদ বুঝাতে হলে 'কী' ব্যবহার হবে। যেমনঃ আকাশ কী নীল! কী সুন্দর কথা বলেছে! কী কষ্ট! কী মধুর! ইত্যাদি।

সোর্স : ইন্টারনেট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ