Call

অলীক বিশ্বাস বা hallucination হল সাধারণভাবে অস্বাভাবিক উপলব্ধি। এটি কোনো অলীক বস্তু দেখা সম্পর্কে মিথ্যা উপলব্ধি। কোনো মানসিক রোগীর ক্রমাগত দৃষ্টিভ্রম হতে থাকে। একই সাথে অনেক ধরনের জিনিস দেখা সম্ভব এই রোগে। বলা হয়ে থাকে আমরা স্বপ্নে আসলে এরকম অসংখ্য দৃষ্টিভ্রমের শিকার হই। তবে, অবশ্যই সেটি কোনো রোগের উপসর্গ নয়। কোন অপ্রত্যাশিত ঘটনা হটাত চোখের সামনে ঘটলে তার প্রভাব মস্তিষ্কে পড়ে। এজন্য একা একা থাকলে সেই ঘটনা বা তার অনুরূপ ঘটনা মস্তিষ্ক নিজের মধ্যে সাজিয়ে ফেলে এবং মনে হয় ঘটনাটি সত্যই ঘটছে। মেডিটেশনের মাধ্যমে এর সমাধান করা যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App